- 4 কান

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:৪৮:৪০ বিকাল



ফোরকান

চারখান

নেয় রোজ বাকি তে

একখান

মারে টান

লিখে রাখ খাতা তে।

ভাইযান

শুনে জান

হবেনা আর বাকি তে

কতো আর

দেবো ছাড়

ডরাইনা ঝাড়ি তে।


ফোরকান

চারখান

হাতে নিয়ে ঘুর ছে

টানটান

ফিসফিস

এই বুঝি ছুড় ছে।

ঠুসঠুস

ঠাসঠাস

ফুটে গেল পট কা

ছুটছুট

হুটহাট

শার্টারটা আট কা।


বড় ভাই

আছে তাই

হয়না তার জেল

সিগারেট

না পেলে

ফুটায় ককটেল।

বিষয়: বিবিধ

৯৯৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360200
২২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৪০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এরকমই চলছে আজকাল। কবিতায় সুন্দর একটা বিষয় ফুটে তুলেছেন। অনেক ধন্যবাদ
২২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৫২
298522
বাকপ্রবাস লিখেছেন : ফেবুতে রিকোয়েষ্ট পাঠাল Fourkan নামের আইডি থেকে, আমি দেখলাম চার খান, সেই থেকেই মাথায় ঘুরপাক, চারখান নিয়া কি করুম!! ছড়া ছাড়াতো আর কিছু করতেও পারিনা
360208
২২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:২৯
দ্য স্লেভ লিখেছেন : সিপখান তিনদাড় তিন জন মাল্লা...চৌপর দিনভর দেয় দূর পাল্লা
কুঞ্চির তী ঘর..ওই চর জাগছে
বুনোহাস ডিম তার শ্যাওলায় ঢাকছে..

দারুন লিখেছেন Happy
২৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:০৬
298534
বাকপ্রবাস লিখেছেন : অসময়ে মেহমান
ঘরে এসে বসে যান
বুঝালাম ঝামালার যতটুকু দিক আছে
তিনি হেসে বললের
ঠিক আছে, ঠিক আছেLove Struck
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:০৭
298540
রাইয়ান লিখেছেন : কি আশ্চর্যের কথা জানেন ! আমি যখন পেইজে ক্লিক না করেই প্রথম ছয় লাইন পড়লাম , তখন আমার এই কবিতাটার কথাই মনে এসেছিল, কিন্তু ' চৌপর ' শব্দটা মনে না থাকায় মনটা খারাপ হয়েছিল একটু। কিন্তু পড়া শেষ করে এসে মন্তব্যে আপনার এই কবিতাটাই দেখে এত্ত অবাক হয়েছি , যে না জানিয়ে পারলামনা !
২৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:২৫
298558
দ্য স্লেভ লিখেছেন : আর একেবারেই ছোটবেলায় পড়া এই অতি সুন্দর কবিতাটি আমাকে শৈশবে নিয়ে গেল। সেসময় বাংলা বইতে এই কতিার যে ছবি াংকিত হয়েছিলো তা আমার মানসপটে ভেসে উঠছে স্পষ্ট। দারুন লাগল।
360218
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৬:৩৩
শেখের পোলা লিখেছেন : চমৎকার!
সুখটান বুকটান
ককটেল চাপাতি,
ফুটফাট ফুটবে
মরাছাড়া গতি কি?
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:১৮
298550
বাকপ্রবাস লিখেছেন : ফুটফুট
তাই ফুট
ককটেল ফুটবে
ছুটছুট
দলছুট
ফোরকার লুটবেRolling on the Floor
360228
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:০৯
রাইয়ান লিখেছেন : আপনার কবিতা দিনকে দিন রঙিন প্রজাপতি হয়ে উঠেছে , আজকের টা তো অসাধারণ !
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:২০
298551
বাকপ্রবাস লিখেছেন : Waiting Waiting Waiting

হায় হায়
বলে কি!
একা বসে ভাবছি
ধ্যুর ছাই
চলে কি
ছড়া যা রাধছি।Tongue
360229
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:১০
রাইয়ান লিখেছেন : সত্যি অসাধারণ !
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:২২
298552
বাকপ্রবাস লিখেছেন : খান বাবু
খান খান
ছড়া খান পড়া খান
কম খান
বেশী খান
খান বাবু থোড়া খান।
360233
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:৩০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : তালে তালে দুলছিলাম।অসাধারণ!
২৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৩৮
298554
বাকপ্রবাস লিখেছেন : ফোরকানও তালে তালে ককটেল ফোটায় হা হা হাRolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File