- 4 কান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:৪৮:৪০ বিকাল
ফোরকান
চারখান
নেয় রোজ বাকি তে
একখান
মারে টান
লিখে রাখ খাতা তে।
ভাইযান
শুনে জান
হবেনা আর বাকি তে
কতো আর
দেবো ছাড়
ডরাইনা ঝাড়ি তে।
ফোরকান
চারখান
হাতে নিয়ে ঘুর ছে
টানটান
ফিসফিস
এই বুঝি ছুড় ছে।
ঠুসঠুস
ঠাসঠাস
ফুটে গেল পট কা
ছুটছুট
হুটহাট
শার্টারটা আট কা।
বড় ভাই
আছে তাই
হয়না তার জেল
সিগারেট
না পেলে
ফুটায় ককটেল।
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কুঞ্চির তী ঘর..ওই চর জাগছে
বুনোহাস ডিম তার শ্যাওলায় ঢাকছে..
দারুন লিখেছেন
ঘরে এসে বসে যান
বুঝালাম ঝামালার যতটুকু দিক আছে
তিনি হেসে বললের
ঠিক আছে, ঠিক আছে
সুখটান বুকটান
ককটেল চাপাতি,
ফুটফাট ফুটবে
মরাছাড়া গতি কি?
তাই ফুট
ককটেল ফুটবে
ছুটছুট
দলছুট
ফোরকার লুটবে
হায় হায়
বলে কি!
একা বসে ভাবছি
ধ্যুর ছাই
চলে কি
ছড়া যা রাধছি।
খান খান
ছড়া খান পড়া খান
কম খান
বেশী খান
খান বাবু থোড়া খান।
মন্তব্য করতে লগইন করুন