- আমাদের সংসার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:৩৪:৫৮ সন্ধ্যা
প্রতিদিন সে ছুড়ে ফেলে দলে যায় সংসার
বাঁদির জীবন এমন করে করবেনা আর পার
করবেনা আর সহ্য এমন হবেনা কোন ছাড়
ভাংতে ভাংতে টিকে যায় তবু জোড়া লাগে বারবার।
তোমার ছেলে সামলাও তুমি আমি আর পারছিনা
কলের পানিতে ঘর ভাসাল আজ আর ছাড়ছিনা
বিছানাটা এই গুছালাম এই আবার হাটবাজার
গেলাম আমি আজকেই যাবো আসবনা ফিরে আর।
ঠুসঠাস পিঠের পরে জালিয়ে খেলি আমায়
একি! করেছে গায়ের পোশাক পা ভরেছে কাঁদায়
কতো করে বলেছি বৃষ্টি আজ দাম দিলিনা কথার
থাক তুই বাবাকে নিয়ে গেলাম আমি আসবনা আর।
বিষয়: বিবিধ
১০৯৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন