- জ্বলাপোড়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:৩৮:০১ বিকাল
ভুলে থাকি
ভালো থাকি
মনে পড়ে
পুড়ে থাকি।
পুড়ে ছাই
হয়ে যাই
মন চায়
ভুলে যাই।
ভুলে আছি
ভালো আছি
ভাবতেই
কানামাছি।
সে আসে
অনায়াসে
জ্বলে আগুন
সে হাসে।
সে যায়
তুলে হা'য়
পুড়ে আবার
সেই ছাই।
বিষয়: বিবিধ
৮১৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সব ঘুরপাক খায়..
অনেক বেদনা আর দহনে দহিত...... প্রাণস্পর্শী একটি লিখা।
মন্তব্য করতে লগইন করুন