- জ্বলাপোড়া

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:৩৮:০১ বিকাল

ভুলে থাকি

ভালো থাকি

মনে পড়ে

পুড়ে থাকি।

পুড়ে ছাই

হয়ে যাই

মন চায়

ভুলে যাই।


ভুলে আছি

ভালো আছি

ভাবতেই

কানামাছি।

সে আসে

অনায়াসে

জ্বলে আগুন

সে হাসে।


সে যায়

তুলে হা'য়

পুড়ে আবার

সেই ছাই।

বিষয়: বিবিধ

৮১৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359601
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:১৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : স্মৃতির বারান্দায়,
সব ঘুরপাক খায়..
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:২৯
298122
বাকপ্রবাস লিখেছেন : আমার ইনক্রিম্যান্ট হয়না বছর বছর সেটা ভুলে থাকার চেষ্টা করি, সেটা নিয়ে লিখা যদিও এখানে প্রেমের আভা পাওয়া যাচ্ছে।
359622
১৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কেডায় এমন ছেঁকা দিল যে ছাই হই গেল!!!
১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:০২
298150
বাকপ্রবাস লিখেছেন : আপনারে কমুনা, মাছুম ভাইরে কইছি
359640
১৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৪১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ভাইয়া।

অনেক বেদনা আর দহনে দহিত...... প্রাণস্পর্শী একটি লিখা।
১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:০২
298151
বাকপ্রবাস লিখেছেন : হুম, আমি অনেক কষ্ট পেয়ে লিখাটা লিখেছি, এক সাগর কষ্ট
361335
০৫ মার্চ ২০১৬ রাত ১২:৫৮
আশাবাদী যুবক লিখেছেন : সীমাহীন কষ্ট
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:০৯
299443
বাকপ্রবাস লিখেছেন : আহ্Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File