- বাবু ফেইসবুকে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:৫৫:৩৫ দুপুর
ঘুম থেকে উঠে রোজ দাত মাজার আগে
বাবু ফেইসবুকে।
নাস্তাটা করার ফাঁকে চোখ লেগে থাকে
বাবু ফেইসবুকে।
জুতোজামা পড়া হলো শুধু এক হাতে
বাবু ফেইসবুকে।
হেঁটে যেতে রাস্তায় ধাক্কা কার সাথে?
বাবু ফেইসবুকে।
স্কুলে টিফিন আওয়ার ক্লাশের ফাঁকে
বাবু ফেইসবুকে।
বিকেলে খেলার মাঠ কতো করে ডাকে
বাবু ফেইসবুকে।
রাতে পড়ার টেবিল মন কোথায় থাকে?
বাবু ফেইসবুকে।
ঘুমেও স্বপ্ন দেখে দুপুরে কিংবা রাতে
বাবু ফেইসবুকে।
বিষয়: বিবিধ
৯৫৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন