- বাবু ফেইসবুকে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:৫৫:৩৫ দুপুর



ঘুম থেকে উঠে রোজ দাত মাজার আগে

বাবু ফেইসবুকে।

নাস্তাটা করার ফাঁকে চোখ লেগে থাকে

বাবু ফেইসবুকে।


জুতোজামা পড়া হলো শুধু এক হাতে

বাবু ফেইসবুকে।

হেঁটে যেতে রাস্তায় ধাক্কা কার সাথে?

বাবু ফেইসবুকে।


স্কুলে টিফিন আওয়ার ক্লাশের ফাঁকে

বাবু ফেইসবুকে।

বিকেলে খেলার মাঠ কতো করে ডাকে

বাবু ফেইসবুকে।


রাতে পড়ার টেবিল মন কোথায় থাকে?

বাবু ফেইসবুকে।

ঘুমেও স্বপ্ন দেখে দুপুরে কিংবা রাতে

বাবু ফেইসবুকে।

বিষয়: বিবিধ

৯২০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359587
১৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:২৬
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : কি আর করবে বাবু, এডিকটেড বাই ফেইসবুক!
১৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৩২
298106
বাকপ্রবাস লিখেছেন : হুম
359628
১৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এখন একটা ব্যাকবুক দরকার!
১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:০১
298149
বাকপ্রবাস লিখেছেন : মোবাইল ব্যাক পকেটে রাখবেন তাহলে লেটা চুকে গেল
361336
০৫ মার্চ ২০১৬ রাত ০১:০২
আশাবাদী যুবক লিখেছেন : বাস্তব সত্য
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:০৭
299442
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ আশাবাদী

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File