- পলাশ পলাশ রং লেগেছে মনে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:০৭:৩১ দুপুর
পলাশ পলাশ রং লেগেছে মনে
বসন্ত আগমনে
কুহু কুহু ডাকছে ডালে কুকিল
উহু উহু দমকা হাওয়া মনে।
ধুলো ধুলো উড়ছে মেঠো পথে
শুকনো পাতায় বাজে উথাল সুর
কল কলিয়ে নদী বয়ে যায়
মন বলেছে যাবে অচিনপুর।
ঝুমুর ঝুমুর বাজে নুপুর পায়ে
লাগল আগুন ষোড়ষীরও মনে
মিথুন মিথুন গন্ধ ছড়ায়ে
ডুমুর ডুমুর ফুল ফুটেছে বনে।
বকুল তলায় বসন্ত উৎসবে
ডালায় ডালায় হলুদ লাল ফুল
বাঁশির সুরে হারিয়ে গেল সবে
ছোট্ট মেয়ে নাচলো হুলুস্থুল।
পলাশ পলাশ রং লেগেছে মনে
বসন্ত আগমনে
আজকে যদি প্রেমে পড়ি আবার
রুখবে কোনজনে।
(ছবি গুগুল হতে সংগৃহিত)
বিষয়: বিবিধ
১২১২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পুরোনো কাসুন্দি ঘাটলে কিছু পাইতেও পারেন!!!
মন্তব্য করতে লগইন করুন