- পলাশ পলাশ রং লেগেছে মনে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:০৭:৩১ দুপুর



পলাশ পলাশ রং লেগেছে মনে

বসন্ত আগমনে

কুহু কুহু ডাকছে ডালে কুকিল

উহু উহু দমকা হাওয়া মনে।

ধুলো ধুলো উড়ছে মেঠো পথে

শুকনো পাতায় বাজে উথাল সুর

কল কলিয়ে নদী বয়ে যায়

মন বলেছে যাবে অচিনপুর।


ঝুমুর ঝুমুর বাজে নুপুর পায়ে

লাগল আগুন ষোড়ষীরও মনে

মিথুন মিথুন গন্ধ ছড়ায়ে

ডুমুর ডুমুর ফুল ফুটেছে বনে।

বকুল তলায় বসন্ত উৎসবে

ডালায় ডালায় হলুদ লাল ফুল

বাঁশির সুরে হারিয়ে গেল সবে

ছোট্ট মেয়ে নাচলো হুলুস্থুল।


পলাশ পলাশ রং লেগেছে মনে

বসন্ত আগমনে

আজকে যদি প্রেমে পড়ি আবার

রুখবে কোনজনে।

(ছবি গুগুল হতে সংগৃহিত)

বিষয়: বিবিধ

১২১২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359392
১৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:২১
আফরা লিখেছেন : কেন টুম্পামনিদের মামনি !! শুধু রুখবে ঝাড়ুপিটা করবে ভাইয়া ।
১৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:২৪
297996
বাকপ্রবাস লিখেছেন : কার প্রেমে তাতো বলিনি, প্রকৃতি হতে পারে, বসন্ত হতে পারে, টুম্পার মা'মনিও হতে পারে, সুতরাং বুঝেশুনেই প্রেমে পড়েছিRolling on the Floor
359393
১৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৩১
হতভাগা লিখেছেন : আজকে প্রেমে পইড়েন না , কালকে পড়েন , ভালবাসা দিবসে ।
১৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৩৪
297997
বাকপ্রবাস লিখেছেন : পইড়া যখন গেছি উইঠা আসতে পারুমনা, কালকে আবার পড়ুমনেTongue
359399
১৩ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পড়ার আগে দেখে নেবেন গর্ত আছে কিনা!!!
১৩ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৪৯
298004
বাকপ্রবাস লিখেছেন : গর্ত না থাকলে পড়ার মজা নাই
359404
১৩ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:০০
দুষ্টু পোলা লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck Rose Rose Big Grin Big Grin
১৩ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:২৬
298006
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luckবাসন্তিক শুভেচ্ছা
361340
০৫ মার্চ ২০১৬ রাত ০১:০৯
আশাবাদী যুবক লিখেছেন : আসলেই তো ৷ যদি প্রেম হয়ে যায়?!!!!!
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৪৭
299480
বাকপ্রবাস লিখেছেন : উমামার মা তোলপাড় করে ফেলবে, সুতরাং সেইটার সম্ভবনা নাই, যদিও উমামার মাকেই প্রেমের প্রস্তাব দেবো ভাবছিTongue
361418
০৫ মার্চ ২০১৬ বিকাল ০৪:৩৬
আশাবাদী যুবক লিখেছেন : দেন দেন ৷
পুরোনো কাসুন্দি ঘাটলে কিছু পাইতেও পারেন!!!
০৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:০৪
299567
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File