- সাদাকালো
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:৪৮:৩৬ বিকাল
জানলা খুলে আকাশ দেখো
দেখছো নাকি সুখতারা
কিসব মাখো মুখে ওসব
কাজল ছুড়ে মাসকারা।
চশমা দিয়ে দেখছো রঙ্গিন
আসলে তা সাদাকালো
পরের চোখে নিজকে দেখে
ভাবছো মিছে কতো ভালো।
আসলে সব মেকি ছাইপাশ
মধু ফুরালেই ভ্রমর
আসেনাতো ফুুলের ডাকে
রাত জেগে হয় প্রহর।
দরজা খুলে আমায় দেখো
এখনো আছি দাঁড়িয়ে
সাদাকালো জীবন পাবে
যদি দু'হাত দাও বাড়িয়ে।
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সীমাহীন ভালবাসা ৷
মন্তব্য করতে লগইন করুন