- সাদাকালো

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:৪৮:৩৬ বিকাল



জানলা খুলে আকাশ দেখো

দেখছো নাকি সুখতারা

কিসব মাখো মুখে ওসব

কাজল ছুড়ে মাসকারা।

চশমা দিয়ে দেখছো রঙ্গিন

আসলে তা সাদাকালো

পরের চোখে নিজকে দেখে

ভাবছো মিছে কতো ভালো।


আসলে সব মেকি ছাইপাশ

মধু ফুরালেই ভ্রমর

আসেনাতো ফুুলের ডাকে

রাত জেগে হয় প্রহর।

দরজা খুলে আমায় দেখো

এখনো আছি দাঁড়িয়ে

সাদাকালো জীবন পাবে

যদি দু'হাত দাও বাড়িয়ে।


বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359315
১২ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মেকআপ কোম্পানিগুলির কি হবে?????
০৫ মার্চ ২০১৬ দুপুর ০১:০৭
299505
বাকপ্রবাস লিখেছেন : মাইয়ারা যে, কাপড় ছোট পিন্দে দরজীর তো লস হয়না, ওই কাপড়ের দাম আরো বেশী, কোম্পানীগুলো ফন্দি একটা বাইর কইরা লইব
359321
১২ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫৮
হতভাগা লিখেছেন : এসব যে লিখেন - কাজ হয় ?
০৫ মার্চ ২০১৬ দুপুর ০১:০৭
299506
বাকপ্রবাস লিখেছেন : হয়নারে ভাই হয়না
361341
০৫ মার্চ ২০১৬ রাত ০১:১০
আশাবাদী যুবক লিখেছেন : অনন্ত প্রেম,
সীমাহীন ভালবাসা ৷
০৫ মার্চ ২০১৬ দুপুর ০১:০৮
299507
বাকপ্রবাস লিখেছেন : একসাথে অনেকগুলো লিখা পড়ছেন এবং কমেন্ট করেছেন, এমন কঠিন পাঠক আর পাইনি, পেয়েছি তবে এতোটা পাইনি, এটাই শেষ কমেন্ট ছিলো, সবগুলোর উত্তর দিয়ে এবার অপিষ কাজে ডুব দিলাম, দোয়া রইল, ভালো থাকুন, সুস্থ থাকুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File