- একটা কাক একা থাক

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:১৫:১১ দুপুর



একটা কাক কা কা

ডেকে যায় একা একা

তারও কি লাগে ফাঁকা

একাকি জীবনটা

কোথায় গেল সঙ্গী তার

কেন তার হাহাকার

আসবে কি আসবেনা আর

হবে নাকি আবার মিলনটা।

যায় যায় চলে যায়

মিরুরা চলে যায়

অন্য কোথাও আবার হায়!

জুড়িয়ে যায় নতুন প্রেম

না না হচ্ছেনা

এভাবে চলছেনা

কারো চোখে পড়ছেনা

একা পুড়ে মরছে শ্যাম।


থাক থাক একা থাক

কাক তুই একা থাক

নেবেনা আর জীবনের বাঁক

নিয়ে থাক প্রেমিক মনটা

যাক যাক চলে যাক

ঝাকে ঝাকে চলে যাক

চলে গিয়ে ভালো থাক

হোক তায় হবার যেমনটা।

একটা কাক ডাকতে থাক

ডাকতে থাক একটা কাক

কা কা কাক কাক

তুলো দিক কানে সবার

যা যা ডেকে যা

একা একা থেকে যা

এভাবেই চলে যা

তাই হোক যা হবার।

বিষয়: বিবিধ

৯৮৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358607
০৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:১৮
হতভাগা লিখেছেন : কাকের উৎপাত মনে হয় বেড়ে গেছে আপনার বাড়ির আশে পাশে
০৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৫৫
297541
বাকপ্রবাস লিখেছেন : হুম আমার বাড়ীর আশেপাশে কাক বেশীGood Luck Good Luck
358625
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মেট্রোপলিটন কাক মনে হয়।ভাল লাগল।ধন্যবাদ।
০৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৫৫
297542
বাকপ্রবাস লিখেছেন : হা হা হা Good Luck Good Luck Good Luck
361392
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৩৫
আশাবাদী যুবক লিখেছেন : ভালো হয়েছে, আরও ভালো হবে!!!!
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৩৭
299466
বাকপ্রবাস লিখেছেন : চেষ্টা অব্যাহত থাকবে ইনশোআল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File