- জীবনচক্র
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:৩১:১২ দুপুর
পাখীর ঠোটে ঘাসফড়িং
চেষ্টা তবু বাঁচার
টুপুস করে গলায় পুরে
এটাই পাখীর আহার।
বাঘের মুখে হরিণ শাবক
শত চেষ্টা করে
পালাতে গিয়ে ঘাড় মটকে
আনল তবু ধরে।
বোয়াল মাছে করলে হা
পুটির উপায় আছে?
পরের জীবণ হরণ করেই
নিজের জীবন বাঁচে।
এটাই নিয়ম জীবন চক্রে
একে অন্যের খাবার
শত চেষ্টায় হয়না রক্ষা
নেইতো উপায় বাঁচার।
বিষয়: বিবিধ
৮৫৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন