- চিরকুট

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:৩৬:০৫ দুপুর

তোমায় আমি ভয় করিনা

ভালোবসি শুধু

ভয়ের মাঝে আর থাকেনা

প্রেম সূধামধু।

যতই তুমি ভয়ের গল্প

শোনাও পাতায় পাতায়

ওসবে আমার মন বসেনা

ঢুকেনা আর মাথায়।


আমার খুশী রোজ রোজ

ঘুরি তোমার দ্বারে

পাঁচ পাঁচবার আসা যাওয়া

তোমার দরবারে।

প্রেমিক আমি কবুল কর

প্রেমের পত্রখানি

অসীম তোমার কোমল হৃদয়

সেতো আছে জানি।


বিষয়: বিবিধ

৮৯১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361396
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৪২
আশাবাদী যুবক লিখেছেন : খুব ভালো হয়েছে
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৪৮
299482
বাকপ্রবাস লিখেছেন : আল্লাহর সাথে কথা কইলাম একটু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File