- দুষ্টু ইঁদুর আর বিড়াল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:২৮:০৯ দুপুর
নাদুস নুদুস ইঁদুর ছানা
মিটিমিটি চোখ
বিড়াল ভাবে আজ খাবনা
একটু বড় হোক।
ছুটোছুটি ইঁদুর ছানা
এদিক সেদিক ছোটে
বিড়াল ভাবে খুব শেয়ানা
ধরা যায়না মোটে।
কাটাকুটি ইঁদুর ছানা
লেপ তোষকের ভাজ
বিড়াল নাড়ায় লেজখানা
ঘাড় মটকাবে আজ।
খুনসুটি ইঁদুর ছানা
বোকা বিড়াল ভাই
ধরতে আমায় নেইতো মানা
বুদ্ধি থাকা চাই।
বিষয়: বিবিধ
১০৮২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন