- ভয়!

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:৪২:৫০ দুপুর

কাজটা সারার পর এমন আরাম বোধ আর কি আছে দুনিয়াতে! আহা কি শান্তি। অপিষ টেবিলে জমে আছে রাজ্যের কাজ।এসে বসতেই চোখে ভেসে উঠল ছবিটা। পানিতে ভাসমান জাহাজ! পিয়ন কাম ক্লিনার বর্তমানের চিল্লানিতে দুনিয়া তোলপাড় করবে এখন। কি ভয়ংকর পরিস্থিতি অপেক্ষা করছে কপালে কে জানে! উঠেই ভৌঁ দৌড়। সবাই দেখলো বিদ্যুৎ গতিতে কি যেন ছুটে গেছে ল্যাভেটরির দিকে। ফ্ল্যাশ করতে গিয়ে দেখে জাহাজ তলিয়ে গেছে। শান্ত, স্থির, স্বচ্ছ পানি।তবে কি ফ্ল্যাশটা আগের বারেই করেছিল!

যাক বাবা বাঁচা গেল। ভাবতে ভাবতে আবার চেয়ারে এসে বসলেন আমিন সাহেব। বর্তমান এসে না চাইতেই চা দিয়ে গেল। মুখে তার চাপা হাসি।

বিষয়: বিবিধ

৮৮৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358251
০২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:০৪
হতভাগা লিখেছেন : মাথার উপ্রে দিয়াই গেল ।

বোঝাই যাচ্ছে লেখক হবার মিশন হাতে নিয়েছেন । বই মেলায় কি কোন বই বের হয়েছে/হচ্ছে আপনার ?
০২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৫২
297225
বাকপ্রবাস লিখেছেন : স্বপ্নেও সেই স্বপ্ন দেখিনাTongue Tongue Tongue
361405
০৫ মার্চ ২০১৬ দুপুর ০১:০০
আশাবাদী যুবক লিখেছেন : চান্দির উপর দিয়া গেছে ৷
স্বপ্ন নাকি দুঃস্বপ্ন?
০৫ মার্চ ২০১৬ দুপুর ০১:০২
299501
বাকপ্রবাস লিখেছেন : এটা কিন্তু ফানি গল্প

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File