- চিনি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:১৯:৫১ দুপুর
পণ করেছি চিনি খাবনা
দেখলে চিনি মনতো মানেনা
ডাক্তার বলে স্লো পয়জন
খেলে চিনি স্বাস্থ্য রবেনা।
পিপড়ার দল বাজারে ঘুরে
দেখলে চিনি থাকে ফুরফুরে
পয়সা দিলে চিনি মেলে
ভালো মন্দের ধার ধারেনা।
চিনির জন্য দুনিয়া পাগল
মনকে বলি লাগাইসনা অনল
দেখলে চিনি চোখ বুজে থাক
মোহে পড়ে আমল খোয়াইসনা।
বিষয়: বিবিধ
৯৯২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিও এক মগ চায়ে,চার চামচ খাই!!!
মন্তব্য করতে লগইন করুন