- লিমেরিক

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ জানুয়ারি, ২০১৬, ০৩:২০:০৬ দুপুর

১.

ছিনতাই হলো তাই গিয়েছিলাম থানাতে

শালা বলে দুই ঘা চালিয়ে দিল দানাতে

দুই লাখ রেখে যা

তারপর ভেগে যা

এক লাখে রফাদফা ক্রসফায়ার থামাতে।

২.

ডিমান্ড বেশী সাপ্লই কম দ্রব্যের দাম বাড়ে

বাজার ঘুরে আসলে তবে বুঝবে হাড়ে হাড়ে

মিয়া বক্কর

মাথা চক্কর

নামতে গিয়ে তল পেলনা বিয়ের বাজারে।

৩.

তেলে জলে মিশ খায়না বিশ খায়না শাপে

টিনের চালে ঢিল পড়েছে খেপছে মিরুর বাপে

রহিমুদ্দির পোলা

থোড়া আলাভোলা

আসতে যেতে উঁকি দিয়ে উল্টো রাস্তা মাপে।

৪.

চোখ দিয়ে দেখলে তবে চাক্ষুস

গাল দিয়ে চাটলে তবে রাক্ষুষ

মন দিয়ে

প্রাণ দিয়ে

বাসো যদি ভালো তবে প্রেম ফুঁস।

৫.

দুষ্টু ছেলে অস্ত্র শানায় মারবে ঘাড়ে কোপ

মা জননী চেয়ে থাকে আর থাকে চুপ

এমন ছেলে হয়না

রাতে ঘরে রয়না

নাইট ক্লাবে বান্ধবি আর ভদকায় দেয় ডুব।

৬.

আমরা দু'জন ভালই ছিলাম কাল

আজকে হঠাৎ কেমন যেন ঝাল

মিষ্টার রাজিন

কোথাকার কাজিন

উড়ে এসে জুড়ে বসে বিলাতি মাল।

৭.

গানের পাখী উড়ে গেল গান শুনাবেনা আর

মন ভোলানো কন্ঠ ছিল অচিন পাখীটার

পাখী উড়ে চলে গেল

কিসের মায়া রেখে গেল

পাখীর কথা পড়লে মনে ভূবন অন্ধকার।

বিষয়: বিবিধ

৯৪২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358112
৩১ জানুয়ারি ২০১৬ রাত ০৯:০২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অণবদ্য লিমেরিক..দারুণ!
৩১ জানুয়ারি ২০১৬ রাত ০৯:০৭
297118
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন বড় ভাই
358127
৩১ জানুয়ারি ২০১৬ রাত ১১:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মিরুর বাপে পিডাইছে মনে হয়!!!
০১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:২৫
297123
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying Crying Tongue Tongue Tongue Tongue Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
361426
০৫ মার্চ ২০১৬ বিকাল ০৫:২২
আশাবাদী যুবক লিখেছেন : দারুণ ছন্দমিল
০৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:০০
299562
বাকপ্রবাস লিখেছেন : হুম, লিমিরিকের একটা ছন্দ থাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File