- লিমেরিক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ জানুয়ারি, ২০১৬, ০৩:২০:০৬ দুপুর
১.
ছিনতাই হলো তাই গিয়েছিলাম থানাতে
শালা বলে দুই ঘা চালিয়ে দিল দানাতে
দুই লাখ রেখে যা
তারপর ভেগে যা
এক লাখে রফাদফা ক্রসফায়ার থামাতে।
২.
ডিমান্ড বেশী সাপ্লই কম দ্রব্যের দাম বাড়ে
বাজার ঘুরে আসলে তবে বুঝবে হাড়ে হাড়ে
মিয়া বক্কর
মাথা চক্কর
নামতে গিয়ে তল পেলনা বিয়ের বাজারে।
৩.
তেলে জলে মিশ খায়না বিশ খায়না শাপে
টিনের চালে ঢিল পড়েছে খেপছে মিরুর বাপে
রহিমুদ্দির পোলা
থোড়া আলাভোলা
আসতে যেতে উঁকি দিয়ে উল্টো রাস্তা মাপে।
৪.
চোখ দিয়ে দেখলে তবে চাক্ষুস
গাল দিয়ে চাটলে তবে রাক্ষুষ
মন দিয়ে
প্রাণ দিয়ে
বাসো যদি ভালো তবে প্রেম ফুঁস।
৫.
দুষ্টু ছেলে অস্ত্র শানায় মারবে ঘাড়ে কোপ
মা জননী চেয়ে থাকে আর থাকে চুপ
এমন ছেলে হয়না
রাতে ঘরে রয়না
নাইট ক্লাবে বান্ধবি আর ভদকায় দেয় ডুব।
৬.
আমরা দু'জন ভালই ছিলাম কাল
আজকে হঠাৎ কেমন যেন ঝাল
মিষ্টার রাজিন
কোথাকার কাজিন
উড়ে এসে জুড়ে বসে বিলাতি মাল।
৭.
গানের পাখী উড়ে গেল গান শুনাবেনা আর
মন ভোলানো কন্ঠ ছিল অচিন পাখীটার
পাখী উড়ে চলে গেল
কিসের মায়া রেখে গেল
পাখীর কথা পড়লে মনে ভূবন অন্ধকার।
বিষয়: বিবিধ
৯৪২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন