?..............?
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:৫৩:৫৬ দুপুর
সভ্য হচ্ছে সভ্যতা রোজ অসভ্যতা ঠেলে
তারকাটায় কামড়ে ধরে একটা মেয়েছেলে।
সে বুঝেনা এপার ওপার বুঝে শুধু খিদে
পৃথিবীটা গোলচ্যাপ্টায় নাই অসুবিধে।
এগিয়ে যাচ্ছে সভ্যতা রোজ হচ্ছে মানবিক
যুদ্ধাস্ত্র বাড়ছে কেন মজুদ পারমানবিক?
বিষয়: বিবিধ
৯৩৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন