?..............?

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:৫৩:৫৬ দুপুর



সভ্য হচ্ছে সভ্যতা রোজ অসভ্যতা ঠেলে

তারকাটায় কামড়ে ধরে একটা মেয়েছেলে।

সে বুঝেনা এপার ওপার বুঝে শুধু খিদে

পৃথিবীটা গোলচ্যাপ্টায় নাই অসুবিধে।

এগিয়ে যাচ্ছে সভ্যতা রোজ হচ্ছে মানবিক

যুদ্ধাস্ত্র বাড়ছে কেন মজুদ পারমানবিক?

বিষয়: বিবিধ

৯৩৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358855
০৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৩৪
হতভাগা লিখেছেন : পিচ্চিটা কি তার কাঁটা কাটবার প্র‍্যাকটিস করতেছে নাকি ?
০৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৪১
297634
বাকপ্রবাস লিখেছেন : হ, এই তারকাটায় তার বোন ফালানি ঝুলে গেছে তাই বিদ্রোহ
০৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৪৬
297654
হতভাগা লিখেছেন : নাকি ফালানির মত না টপকিয়ে তারকাঁটা কেঁটেই সে পারাপার হতে চায়?
০৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:২৯
297668
বাকপ্রবাস লিখেছেন : সে জানেনা তার উদ্দেশ্য এবং গন্তব্য... সে বুঝে শুধে পেটে ক্ষিধে, চাই নিরাপত্তা
০৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:২০
297678
হতভাগা লিখেছেন : নাকি তারকাঁটা খেয়ে সে লাইম লাইটে আসতে চায়
০৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৪৫
297679
বাকপ্রবাস লিখেছেন : লাইম লাইট তাকে আগে বুঝাতে হবে, সেটা কি জিনিস খায় নাকি মাথায় দেয় সে বুঝে বলে মনে হয়না
361431
০৫ মার্চ ২০১৬ বিকাল ০৫:৩২
আশাবাদী যুবক লিখেছেন : হতভাগিনী, বিচারও পেল না
০৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৫৭
299557
বাকপ্রবাস লিখেছেন : গরীবের বিচার নাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File