ডিজিটাল বউ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ জানুয়ারি, ২০১৬, ০৭:১৪:২৩ সন্ধ্যা
বোশাখের মেলাতে
বউ পাওয়া যায়
টুকটুকে লাল টিপ কপালে
লাজুক লাজুক চায়।
চাবি দিলে ঘুমটা খুলে
ডাকে ইশারায়।।
ছলাত ছলাত নাচে বউ
কাছে এসে ধায়
মিষ্টি মিষ্টি হাসি দিয়ে
এদিক সেদিক চায়।
চাবি দিলে ঘুমটা খুলে
ডাকে ইশারায়।।
বউ আবার গায় গান
দেবরের ধরে কান
জর্দায় খায় পান
হেলেদুলে যায়।
চাবি দিলে ঘুমটা খুলে
ডাকে ইশারায়।।
বিষয়: বিবিধ
১২৫৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বইমেলাতে কি ঐ বৌ-টা পাওয়া যাবে?? ]
মেশিনটার যত্ন নিতে ভূলেননা যেন!!
শাহবাগে ফাঁসি মেলায় পাওয়া যাবে
তাইতো ছেলে বুড্ডা লুতুপুতু সব বোশাখের মেলাতে যায়!!!
মন্তব্য করতে লগইন করুন