- আজগুবি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ জানুয়ারি, ২০১৬, ০৮:০৫:৩০ রাত
বিড়াল ডাকে হালুম হালুম
মিয়াও ডাকে বাঘ
কুকুর বলে মাপ করে দাও
শেয়াল বলে ভাগ।
কাক ডাকে কুহু কুহু
কোকিল ডাকে কা..
বাবুই ফোটায় দালান ঘরে
চড়ই পাখীর ছা।
আজগুবি সব কান্ড ঘটে
রোজ রোজ ছড়ায়
টুম্পামনি পড়তে বসে
মন বসেনা পড়ায়।
বিষয়: বিবিধ
৯৪৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাঘ ভুলে গেছে সে যে বাঘ, তাই বিলাই ডাকে হালুম ৷
মন্তব্য করতে লগইন করুন