- গণতন্ত্র মুক্তি পাক

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ জানুয়ারি, ২০১৬, ১২:৩১:১৩ দুপুর

এগারো মিনিটে পাশ

সাড়ে সর্বনাশ

একাত্তুরের স্বাধীনতা

পঁচাত্তুরে দাশ।

চারটি পত্রিকা রেখে

বাদবাকি সব বন্ধ

২০১৬তে এসে আবার

সেই পোড়া গন্ধ।


একটি মাত্র দল

সেটাই খেতে হবে

বদহজম হলে কারো

উপায়তো নেই তবে।

সংশোধনী চার

আসে কেন বারবার!

চাইনা তবু আগষ্ট আসুক

জাতীয় অন্ধকার।


শুভ বুদ্ধি হলে

সেটাই ভালো তবে

গণতন্ত্র রুদ্ধ করে

পার পেয়েছে কে কবে?

আজ ২৫ জানুয়ারি। একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কালো দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতীয় সংসদে মাত্র ১১ মিনিটে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সংসদীয় সরকার ব্যবস্থা বিলুপ্ত করে রাষ্ট্রপতি শাসিত এক দলীয় সরকার কায়েম করা হয়।

বিষয়: বিবিধ

৯০১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357640
২৫ জানুয়ারি ২০১৬ দুপুর ০৩:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেড় মিনিটে একটা বেজন্মা তৈরি হতে পাররে সাড়ে এগাড় মিনিটে দেশের তেরটা বাজানয় আর অবাক হওয়ার কি আছে।
২৫ জানুয়ারি ২০১৬ দুপুর ০৩:৪৫
296736
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying Crying Tongue Tongue Tongue
361437
০৫ মার্চ ২০১৬ বিকাল ০৫:৪২
আশাবাদী যুবক লিখেছেন : ভবিষ্যতেও কেউ পার পাবেনা,
এটা ওরা বুঝেনা ৷
০৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৫১
299551
বাকপ্রবাস লিখেছেন : সেই ভবিষ্যৎ কবে!!!
361550
০৫ মার্চ ২০১৬ রাত ১১:৪৪
আশাবাদী যুবক লিখেছেন : যে দিন ঠিক ঠক সময় হবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File