- স্বাধীনতা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ জানুয়ারি, ২০১৬, ০২:৫৫:০৯ দুপুর
খাটের নিচে বগল দাবায়
নেইতো কোথাও চিপায় চাপায়
আছে নাকি ভাই!
খুঁজতে থাকি ঘরে বাইরে
কোথায় গেলে পাবো ভাইরে
যদি একটু পাই।
বলতে কথা দ্বিধা বাড়ে
যদি আবার মামলা ঘাড়ে
লড়ার স্বাধ্য কার!
চুপ করে আছি তবু
ভয়ে থাকি যদি কভূ
চাপকে ধরে ঘাড়।
মস্ত তালা বদ্ধ খাঁচার
একটু আলো চাইতো বাঁচার
যদি একটু পাই
একটু হাওয়া দমটা নেবো
একটু টেনে ছেড়ে দেবো
আছে নাকি ভাই!
বিষয়: বিবিধ
৮৮১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন