# একটা অণুগল্প
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ জানুয়ারি, ২০১৬, ০২:২১:১৪ দুপুর
-আচ্ছা মামা গাঁধা দাঁড়িয়ে ঘুমায় কেন?
-জানিনা
-গাঁধাকে নিয়ে লিখা তোমার কোন গল্প আছে?
-হুম আছে, সেদিনইতো লিখলাম, ফেইসবুকে শেয়ার করেছি, তুই লাইক কমেন্ট সব করলি। ভুলে গেলি এতো তাড়াতাড়ি!
-মনে পড়ছেনা। তোমার শেষ গল্পটা আমাকে নিয়ে লিখেছিলে, তারপরে তো আর চোখে পড়েনি।
-সেটার কথায়তো বলছি তোকে
-ও ও আমাকে গাঁধা বানানো হচ্ছে এতক্ষণে বুঝলাম। যতই তুমি আমাকে গাঁধা বলনা কেন, আমি কিন্তু খুব চালাক।
-গাধারাই চালাক হয়
-বুঝলামনা, বুঝিয়ে বলো
-বুঝবিনা কারন তুই গাঁধা, গাঁধারা বুঝেনা
- আচ্ছা মামা তুমি ইদানিং গল্প লিখলে তার আগে অণু লাগিয়ে দাও কেন? অণুগল্পটা আবার কি?
- অণুগল্প, গল্পের মতো তবে কিছুটা ভিন্ন। এই যেমন ধর উপরে তাকিয়ে দেখ
- হুম আকাশ দেখা যাচ্ছে আর একটা চিল চক্রাকারে ঘুরছে, আর কিছু মেঘ
- এবার দূরবীনটা ধর, চিলটাকে কাছে নিয়ে আয়, ভালো করে দেখ। চিল, আসমান, মেঘ সব তোর কাছাকাছি চলে আসবে, মনে হবে এইতো হাতের নাগালে। অণুগল্পটা ঠিক এমন। দূরের কিংবা আশপাশের বিষয়গুলো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে ভেবে তারপর লিখতে হয়।
দূরবীনটা এবার উল্টে দে, সবকিছু দূরে ঠেলে দে, অনেক দূরে। কেমন দেখায়? অণুগল্পের তাৎপর্যটা ঠিক এমন। গল্পটা খুব কাছ থেকে দেখে লিখতে হয় আর তার তাৎপর্য হয় সুদূর প্রসারী।
ফয়সালের মাথায় আজকাল অণুগল্প ঘুরপাক খায়। দূরবীণ নিয়ে ছাদে গিয়ে আকাশ দেখে, চিল দেখে, মেঘ দেখে। পাশের বস্তির খুপড়িগুলো খুঁটে খুঁটে দেখে সে। একটা টিউবওয়েল সকাল থেকেই পানি বিলিয়ে যাচ্ছে, হেলে পড়া দুপুরে খোলা আকাশের নিচে গোসল করতে আসে মেয়েটি....
বিষয়: বিবিধ
১০৫৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু সাহিত্য মান খুব কম ৷
মন্তব্য করতে লগইন করুন