- মুনাজাত এবং কমিটম্যান্ট
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ জানুয়ারি, ২০১৬, ০৩:১৫:২০ দুপুর
আখেরী মুনাজতে লাখো মানুষের হাত উঠে শান্তির জন্য তবুও দেশের অশান্তি বাড়ছে দিনে দিন। উল্টো তথাকথিত নাস্তিক নামের কুলাংগাররাই শান্তিতে আছেন যেন, যদিও সেটা বাহ্যিক।
আমাদের দেশের অশান্তির মূল কারনটা আসলে রাজনৈতিক, সেখানে শান্তি আনা গেলে পুরো দেশের শান্তিটা আসতো অনেকাংশে।
এখন কথা হলো মুনাজাতে শান্তি আসবে কি? যেখানে রাষ্ট্র প্রধান পর্যন্ত সেই মুনাজাতে হাত তুলে শান্তি চাইছেন তাহলে শান্তি আসেনা কেন?
শান্তি আসেনা কারন কমিটম্যান্ট এর অভাব। চাইছি আল্লাহর কাছে হে আল্লাহ শান্তি দাও। আল্লাহর কাছে চাইলে অবশ্যই পাওয়া যাবে, কিন্তু চাওয়ার নিয়ম নীতি আছে। আর ঠিক থাকতে হবে কমিন্টম্যান্ট, আল্লাহর পথে থেকেই চাইতে হবে, তবেই তিনি শুনবেন। আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে কমিটম্যান্ট ভংগ করছি, নামাজ রোজার ঠিক নাই, হালাল হারাম চিনিনা শুতরাং মুনাজাতের যতই হাত উঠকু শান্তি আসবেনা দিলে কিংবা রাষ্ট্রে।
রাজনীতীতে কমিটম্যান্ট দিতে হয় জনগণের কাছে, সেখানেও চরম ডাকাতি, আর তাই মুনাজাতে কিছু ব্যাক্তি সফলতা আসতে পারে কিন্তু সামগ্রীক সফলতা আসা করা যায়না, কারন মুল অশান্তি রাজনীতিতে। আমাদের বর্তমান সরকার চায়না মাদ্রাসা বা ধর্মীয় শিক্ষা শুতরাং হাত তুলে মুনজাত করারও সামর্থ থাকবেনা অদূর ভবিষ্যতে, নামাজ পড়ার সুরাটাও বাংলায় অনুবাদিত পড়তে হবে।
যতদিন বান্দা আল্লহার কাছে কমিটম্যান্ট আর রাজনীতি জনগণের কাছে কমিটম্যান্ট এর সমন্বয় না হবে ততদিন মুনাজাত এর সংখ্যা বাড়বে কিন্তু শান্তিও দূরে যাবে, কারন চোর ডাকাতরা ভাববে তারা মুনাজাত করে এসেছে স্বাচ্ছা হয়ে গেছে, তারা মুনাজাত করে জনগণকে ধোকাও দিতে পারছে ভালো মানুষ সেজে।
বিষয়: বিবিধ
১১৬৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন