- শান্তির মা নাইওর গেছে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ জানুয়ারি, ২০১৬, ০১:১১:২০ দুপুর
ঝুলছে তালা শিক্ষাতে আর
ঝুলছে মালা পুলিশে
ইচ্ছে যাকে ধরছে মারছে
চালায় আবার গুলি সে।
বাড়ছে হলুদ সাংবাদিকতায়
বাড়ছে নেতার ভীষণ বাড়
বলছে কথা আবোল তাবোল
বকছে যেন গোপাল ভাড়।
যাচ্ছে ধ্বসে নিয়ম নীতি
যাচ্ছে বেড়ে ভীতির ভয়
জোড়ায় জোড়ায় খুনের খবর
যেন নতুন কিছু নয়।
ঢল নেমেছে তুরাগ তীরে
ঢল নেমেছে ঢল
মুনাজাতে শরীক হতে
যাচ্ছে দলে দল।
শান্তি তবু আসছেনা আর
শান্তি যাচ্ছে সরে
অশান্তিটাই বাড়ছে দিনে
শান্তি আতুড় ঘরে।
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"ওম শান্তি"
"বোম শান্তি"
"ঘুম শান্তি"
মন্তব্য করতে লগইন করুন