- ত্রিফলা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জানুয়ারি, ২০১৬, ০৩:০০:১০ দুপুর

সচিব, শিক্ষক এবং সরকার

কোনটা বড় কোনটা বেশী দরকার?

কোনটা ছোট কার গ্রেড কম

হিসেব নিকেষ চলছে হরদম।

কলকাঠি অর্থমন্ত্রীর হাতে

মাছের মাথা সচিব এর পাতে

প্রধানমন্ত্রী জল ঘোলা করে

বলল সচিব সবার উপরে।


সচিব কিন্তু দেখছে খেলা বসে

তার বুদ্ধিতেই সরকার অংক কষে

শিক্ষক মরে ভীষণ অপমানে

যদিও তারা লেজুড়বৃত্তি জানে।

সবার উপরে কলম সত্য তাহার উপরে নাই

সচিব শিক্ষক ব্যাপার নয় গদির আরাম চাই।


বিষয়: বিবিধ

১০৬২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356839
১৩ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এক চিমটি লবন,এক মুঠো গুড় আর এক জগ পানি। ত্রিফলার ঠেলাই এটাই দেশের দরকার!!!
১৩ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:২১
296176
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File