- টুম্পা এবং ভুতের ছানা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ জানুয়ারি, ২০১৬, ০৯:৫৩:৫৮ রাত



কাঁদতে কাঁদতে নামলো টুম্পা

ঢুকরে ঢুকরে কাঁদে

পুচকে এক ভুতের ছানা

দেখে এলো ছাদে।

চিমটি দিয়ে বললো হ্যালো

টান দিয়েছে চুলে

লম্পঝম্প মেরে আবার

ডিশ ক্যবলে ঝুলে।


ভেংচি কেটেছে

কানও মলেছে

যাবার আগে আসবে আবার

তাও বলেছে।

দেখে নেবো কাল

আসুক আবার ছাদে

দড়ি বেঁধে রাখবে ধরে

বলতে বলতেই কাঁদে।

বিষয়: বিবিধ

৯৮১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356691
১১ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মুক্তিকন্যা সুমাইয়া ব্লগে নাই! থাকলে সে সমাধান দিত!
১২ জানুয়ারি ২০১৬ সকাল ১১:২৯
296113
বাকপ্রবাস লিখেছেন : কই গেলো জামাল ভাই কইতারবো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File