নিতান্তই একান্ত

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ জানুয়ারি, ২০১৬, ১২:৪১:১৭ দুপুর

কেমন আছেন?

- হুম ভালো আছি কিংবা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?

এগুলো আমাদের নিত্য দিনের দেখা সাক্ষাতের সূচনা পর্ব। আসলেই কি আমরা ভালো আছি? ভালা থাকা যায়? আমাকে যখন প্রশ্নটা কেউ করেন আমি দ্বিধায় পড়ে যাই। মাঝের মধ্যে উত্তর দিই ফিফটি ফিফটি। এটা দিলে ব্যাখা করার প্রয়োজন হয়না। যদি বলি ফরটি সিক্সটি তাহলে আবার একটা প্রশ্ন চলে আসে কোনটা কার ভাগে?

মানুষের দুই ধরনের সমস্যা লেগেই থাকে, একটা হলো দৈনন্দিন চাল ডালের সমস্যা, এটা ওটার সমস্যা। দৈনন্দিক টুকিটাকি করতে হবে কিন্তু ইচ্ছে করছেনা, পরে করলে চলবে কিংবা না করলেও চলবে ইত্যাদি এসব খুব গুরুত্বপূর্ণ না হলেও মাথায় ঘুরপাক খায় সবসময়।

আর একটা সমস্যা হলো দীর্ঘমেয়াদী। কোন কিছু করার আকাংক্ষা ছিল কিন্তু করা সম্ভব নয়, কিংবা চেষ্টায় আছেন হয়তো হবে কিংবা হবেনা।

এমনসব নিত্যকার সমস্যা মাথায় রেখেও হাসিমুখে বলা যায় ভালো আছি এবং আমরা তায় করি।

এবার আসি অন্য প্রসংগে। প্রতিদিন অপিষ ফাঁকে ব্লগ ফেবু নিয়ে আছি, ভাবলাম কাজের কাজ কিছুই হচ্ছেনা সময় নষ্ট। আবার সিরিয়াস কিছু করবো তাও সম্ভব না, তাহলে অপিষ কাজের ক্ষতি হবে, ভুল হবে। কারন কোন কিছুতে ঢুকে গেলে মাথায় শুধু সেটাই কাজ করবে, আর তখন অপিস এর সাধারণ কাজটারও ভুল হবে। তবুও ভাবলাম একটু পড়ি। কিছু বই ডাউনলোড করলাম। শুরু করলাম কবির সুমন এর মনমেজাজ দিয়ে। আমাকে যারা খুব বেশী ভাবায় তারা হলো কবির সুমন, অঞ্জন দত্ত, নচিকেতা এই তিনজন। তিনজন তিন ধাচের এবং শিল্পী।

মনমেজাজ হলো কবির সুমন এর কিছু কলাম এর সংকলন। প্রথম কলামটা পড়ে কাজে ডুব দিলাম। কলামটা ছিল বিচিত্র থাকা। বিচিত্র থাকা ভাবনা বা শব্দটা সুমন এর নয়, তার এক অগ্রজ প্রতিমকে কেমন আছেন প্রশ্নটা করলে উত্তরটা বের হয়ে আসে। আসলেইতো বিচিত্র আছি, বিচিত্র থাকুন। ধন্যবাদ।

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356614
১০ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:৩৬
আফরা লিখেছেন : আলহামদুল্লিলাহ ! সবদিক থেকে ভাল আছি ।
356639
১০ জানুয়ারি ২০১৬ রাত ০৯:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাংলাদেশে এখন বেঁচে থাকাটাই সংবাদ!
356964
১৫ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:৫৪
বিবর্ন সন্ধা লিখেছেন : যেমন আছি তার চেয়ে খারাপ ও তো থাকতে পারতাম.…
কাজেই আল্হাম্দুলিল্লাহ...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File