মুরগী নেবে?
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ জানুয়ারি, ২০১৬, ০১:০৪:৪৫ দুপুর
আমি এক মুরগীওয়ালা মুরগী বেঁচা কাম
আন্ডাওয়ালা মুরগী আছে একটু বেশী দাম।
দিনে দেবে দুইটা ডিম রাতে দেবে একটা
সপ্তাহন্তে ডিমে ডিমে পুরে যাবে ব্যাগটা।
লাগবে নাকি কোনটা দেব লাল নাকি সাদা
কালো লাগলে তাও আছে জেনে রাখুন দাদা।
সেই একাত্তুর থেকে আমার মুরগী বেঁচা শুরু
সেই সূত্রে এখন আমি ঘাতক দালাল গুরু।
আমি কিন্তু ছিলাম তখন পাকিস্তানের পেয়ার
অনেকে তাই ডাকে আমায় মুরগী শাহরিয়ার।
এসব কথা পরে হবে হাতে সময় নাই
মরগী নেবেন? লাল সাদা বলুন কোনটা চাই?
বিষয়: বিবিধ
১০২৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমনি এমনি মন্তব্য করলাম। কোনও কারন নেই।
মন্তব্য করতে লগইন করুন