মুরগী নেবে?

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ জানুয়ারি, ২০১৬, ০১:০৪:৪৫ দুপুর



আমি এক মুরগীওয়ালা মুরগী বেঁচা কাম

আন্ডাওয়ালা মুরগী আছে একটু বেশী দাম।

দিনে দেবে দুইটা ডিম রাতে দেবে একটা

সপ্তাহন্তে ডিমে ডিমে পুরে যাবে ব্যাগটা।

লাগবে নাকি কোনটা দেব লাল নাকি সাদা

কালো লাগলে তাও আছে জেনে রাখুন দাদা।

সেই একাত্তুর থেকে আমার মুরগী বেঁচা শুরু

সেই সূত্রে এখন আমি ঘাতক দালাল গুরু।


আমি কিন্তু ছিলাম তখন পাকিস্তানের পেয়ার

অনেকে তাই ডাকে আমায় মুরগী শাহরিয়ার।

এসব কথা পরে হবে হাতে সময় নাই

মরগী নেবেন? লাল সাদা বলুন কোনটা চাই?

বিষয়: বিবিধ

১০২৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356547
০৯ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বেটার যা চরিত্র মুরগিতে ভেজাল মিশাই দেবে!
০৯ জানুয়ারি ২০১৬ রাত ০৯:১৪
295966
বাকপ্রবাস লিখেছেন : মুরগীতে ভেজাল কেমনে করে?
356560
০৯ জানুয়ারি ২০১৬ রাত ০৮:২৯
জনাব চেরাগ আলী লিখেছেন : ঢাকার বাজারে হুবহু দেশী মুরগীর মত দেখতে এক রকম মুরগী পাওয়া যায় ওদের নামপাকিন্তানি মুরগী। বিস্বাদ।

এমনি এমনি মন্তব্য করলাম। কোনও কারন নেই।
০৯ জানুয়ারি ২০১৬ রাত ০৯:১৪
295967
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor হুম আমাদের ছিল, স্বাদ নেই
356561
০৯ জানুয়ারি ২০১৬ রাত ০৮:২৯
জনাব চেরাগ আলী লিখেছেন : পিলাচ
০৯ জানুয়ারি ২০১৬ রাত ০৯:১৪
295968
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File