- দুটি পথ দুই দিকে গেছে বেঁকে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ জানুয়ারি, ২০১৬, ১২:৩৯:২৭ দুপুর
ইনিয়েবিনিয়ে ছলেবলে
চাইছো তুমি যাবে চলে
অজুহাতের ডানায় চড়ে
নিজেকে লুকাও গহ্বরে
তোমার মামার সেই ছেলেটা
অনিচ্ছাতেও আংটিটা
মানিয়েছে বেশ লাগছে খুব
সূর্যটাও দিচ্ছে ডুব
সন্ধ্যা হলে যাবার তাড়ায়
চলো দু'জন দু'দিকে যাই।।
০১১২১ চেনা নাম্বার
ডায়াল হবেনা কখনো আর
তবুও হাতে মোবাইল এলে
চেনা সংখ্যায় আঙ্গুল চলে
বার্তা আসে বদ্ধ দ্বার
চেষ্টা করুুন আর একবার
ইচ্ছে করেই তাকাই ফিরে
উষ্ণতা বাড়ে আমায় ঘিরে
ভালোলাগার প্রবল মায়ায়
প্রথম সেদিন দেখেছি তোমায়।।
সেই প্রথম কলেজ ক্যাম্পাস
তারপর একই বাস
তখনো হয়নি জানাশুনা
সিকেই তোলে পড়াশুনা
চোখাচোখি করে মাস
করেছি কতো হাসফাস
পরিচয়টা আরো পরে
বই মেলার চত্বরে
বলেছিলাম ফোচকা খাওয়া যায়
তুমিও বললে চলো যাই।।
দ্বিধা তোমার ছিল জানি
ভেবেছিলাম গড়াক পানি
গড়াতে গড়াতে অনেক দূর
অনেক গান অনেক সূর
গাইতে গাইতে হচ্ছি পার
বললে তুমি এবার ছাড়
ছেড়েই দিলাম যাও তবে
ফসকা গেরোয় কে রবে?
যেতে চাইছো হোক তায়
চল দু'জন দু'দিকে যাই।।
বিষয়: বিবিধ
১০০০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন