- টুম্পামনির ঘুম টুটে যায়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ জানুয়ারি, ২০১৬, ১১:৪৭:৫৩ সকাল
চন্দ্র ঘুমায় দিনে আর
সূর্য ঘুমায় রাতে
ঘোড়া-গাধা দাঁড়িয়ে কেন
টুম্পা কেন খাটে।
ফুটপাথে ঘুমায় তোকায়
কেউবা অট্টালিকায়
কেমন করে রাজ-মহারাজ
ঘুমায় গড্ডালিকায়।
টুম্পামনির ঘুম টুটে যায়
গভীর শীতের রাতে
বিড়াল ছানা কাঁদছে ভীষণ
মা মরেছে ঘাতে।
বিষয়: বিবিধ
১০৮৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন