- টুম্পামনির হাতে খড়ি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ জানুয়ারি, ২০১৬, ০২:০২:১৯ দুপুর
দুষ্টুুমিটাও চলবে তবে
একটু কমকম
রোজ সকালে স্কুলে
চড়ে টমটম।
স্যার বলেছে খেলতে শুধু
সুযোগ পেলে পড়তে
খেলার ফাঁকে হেসেখেলে
এইচ ডব্লিউ করতে।
ঠিক সময়ে ঘুমোতে হবে
উঠতে হবে আর্লি
আমি কিন্তু বড় হয়েছি
খায়না এখন বার্লি।
কার্টুনটাও যাবে দেখা
ঠিক সময়ে খাবার
যোগবিয়োগে ভুল হলে
গুনতে হবে আবার।
স্যার বলেছে ভেরী গুড
ড্রয়িং খাতা দেখে
লাল সবুজের পতাকাটা
রেখেছিলাম এঁকে।
বিষয়: বিবিধ
১২৮৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টুম্পামনিরা কি পুরনো ঢাকায় থাকে ?
আর আপনি ব্যাটারী চালিতে যে রিস্কি যানের কথা বললেন সেটাকে সম্ভবত অটো বলে ।
মন্তব্য করতে লগইন করুন