হাসি-কান্না

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ জানুয়ারি, ২০১৬, ০২:০৪:১৩ দুপুর



হাসি আর কান্না থাকে পাশাপাশি

একটা বলে যাই অন্যটা আসি।

জীবনটা নয় কেবল শুধু হাসি হাসি

কান্না আছে বলেই হাসি ভালোবাসি।

শুধুই কান্নায় মোড়া জীবন যাদের

বুভুক্ষু জীবন আর শুধু বিষাদের

হাসি যাদের আছে ঢের হাতের পাঁচে

ভাগ করে নিতে হবে কান্নার কাছে।


হাসি আর কান্না থাক পাশাপাশি

দু'টোই কাম্য নয় অতি রাশিরাশি।

কান্নাটা আছে বলেই হাসি লাগে ভালো

হাসতে গিয়েই তাই কান্নার জল ঢালো।



বিষয়: বিবিধ

১৭৬৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356007
০২ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:৪৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আগে হাসি পরে কান্না-
এমনটা হোক- কেউ চাননা!
আগে কান্না পরে হাসি-
তারে সবাই ভালোবাসি!!
০২ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৩০
295639
বাকপ্রবাস লিখেছেন : কান্না দিয়ে শুরু
হাসি দিয়ে শেষ
আহা বেস বেস
356010
০২ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:০২
০২ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৩০
295640
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File