- কিসের জন্য?
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ ডিসেম্বর, ২০১৫, ০১:১৫:৩০ দুপুর
কিসের জন্য প্রাণটা দিলি
কে বলেছে দিতে
কিসের আশায় বুলেট প্রেমে
দিলি বুক পেতে।
নূর হোসেন, মিলন গেল
তুইও গেলি বোকা
পানির দরে রক্ত দিয়ে
যায়কি দানব রোখা।
বুদ্ধিজীবি সুশীল সমাজ
নাই কারো সাড়া
গণতন্ত্র ফিরিয়ে আনার
তোর কেন তাড়া।
নির্বাচনটা ব্যবসা ওদের
কিসের আবার দেশ
হাভাতিরাই রক্ত দিয়ে
যাচ্ছে নিরুদ্দেশ।
আর কতোকাল শকুনিরা
দেশটা কুড়ে খাবে
আর কতোবার গণতন্ত্র
আসবে আর যাবে!
বি.দ্র: চট্টগ্রামঃ গতকাল ৩০.১২.২০১৫, চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় ভোট দিয়ে বের হওয়ার পর কেন্দ্রের অদূরে মো. নুরুল আমিন (৪৮) নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
কোথাও লাশের ছবি পেলামনা, যে নিউজটা প্রথম পাতায় লাল কালির হেডলাইন হবার কথা কোথাও পাওয়া যাচ্ছেনা, অন্য নিউজ এর মাঝে আকটা লাশ আড়াল করে পত্রিকা নিউজ চ্যানেলগুলো তাদের গণতান্ত্রিক দায়িত্ব পালন করছেন। বিবিসি অনলাইনে গতকাল ছবি দিয়ে লিখা হয়েছিল সরকারী দলের দুই গ্রুপে সংঘর্ষ কিন্তু আজকে বলছে সাধারণ জনগণ কিন্তু ছবি উধাও। স্বাধীনতার এতো বছর পর আমরা এখনো গণতন্ত্র ধরতে পারলামনা বরঞ্চ বহুমাত্রিক রাজাকার বেড়েছে হাজারগুণ।
বিষয়: বিবিধ
৮৫১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন