- যেমন সরকার তেমন ইসি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫৫:১৬ বিকাল
হায় ভোট নাই ভোট দিয়া দিছে কোন হালায়
ভোট কেন্দ্রে গিয়া দেখে যদু মধুর বাপ চাচায়।
যা ফুট রাস্তা মাপ আইতে কইছে কোন হালায়
কেন্দ্র দখল রামসাম সীল মারে আর ফালায়।
সরকারী দল মিষ্টি বিলায় ভোট গণনা হলে শেষ
ইসির মুখে চাপা হাসি জমছে খেলা দারুণ বেশ।
বিরোধী দল কেঁদে কেটে নিয়ম রক্ষার দেয় বাণী
এমন স্বাদের নির্বাচন খুব মজাদার খুব ফা'নি!
বিষয়: বিবিধ
১০৪৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জব্বর লিখেছেন-
ইংলিশ হানি(HONEY) নাই
বাংলা 'হানি'(পানি) খান
মন্তব্য করতে লগইন করুন