পলাশীর মীথ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫০:৪৪ দুপুর
জান বাজি রেখে যারা যুদ্ধ করেছিলেন
তারাই আজ রাজাকার মস্ত বড় ভিলেন।
সেদিন যারা ওপার গেছে কিংবা এপারে
বেতন ভাতায় অনুগত পাক দরবারে
তারাই আজ মহানায়ক যোদ্ধা নাম্বার ওয়ান
হেন করেংগা তেন করেংগা মস্ত পালোয়ান।
সেদিন যাদের জন্ম হলো পাকসেনাদের ছায়ায়
তারাই আজ দিচ্ছে সবক তুইতোকারি ভাষায়।
পলাশীতো খুব দূরে নয় আড়াইশো বছর মাত্র
মীরজাফর আর ঘষেটিরা ছিল ইংরেজ পাত্র
ক্ষমতার লোভে দেশটাকে তায় দিয়েছিলে বেঁচে
সেই পলাশী আবার আমরা আনছি টেনে যেচে।
বিষয়: বিবিধ
৯২৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কলম আরো শাণিত হোক!!!!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন