ছেড়ে দে মা কেঁদে বাঁচি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ ডিসেম্বর, ২০১৫, ১২:৩০:২৫ দুপুর
আজব এক সরকার আছেরে দেশে
সকালে কয় জঙ্গী আছে
বিকালে কয় নাই হেসে।
আজব এক সরকার আছেরে দেশে।।
করাচি যায়না দিল্লী যায়
উঠতে বসতে চেতনা খায়
চেতন কেবল বাড়ে তবু
নদী নালায় লাশ ভাসে।
আজব এক সরকার আছেরে দেশে।।
চলে গেছে সেই সাতান্ন জোয়ান
খোলা দরজা নাই দাঁড়োয়ান
ছেলে কান্দে মেয়ে কান্দে
বাবা ইলিয়াস কবে আসে!
আজব এক সরকার আছেরে দেশে।।
শেয়ার বাজার লুট হয়েছে
ব্যংক লুটেছে বেশ হয়েছে
সাগর রুনি খুন হয়েছে
কার কি-বা যায় আসে।
আজব এক সরকার আছেরে দেশে।।
গুলশানে বালির ট্রাক
থামল গাড়ি ক'দিন থাক
গেইটে তালা দিয়ে রাখ
টকশোতে বসে সুশীল কাশে।
আজব এক সরকার আছেরে দেশে।।
চ্যানেল ওয়ান, আমার দেশ
ইটিভি নিলামে, সালাম শেষ
হলুদ মিডিয়া বলল বেশ
উন্নয়নে দেশ ভাসে।
আজব এক সরকার আছেরে দেশে।।
বিষয়: বিবিধ
১০৬৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন