আব্বু এলে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৩:০৩:৩০ দুপুর
আব্বু আমার নাইতো দেশে থাকে বিদেশে
বছর শেষে ছুটি পেলে আসবে যে দেশে।
জামা, জুতো, খেলনাপাতি মজার মজার খাবার
তাইতো খুশীর নাইতো সীমা বুবুর এবং আমার।
খেলতে যাবো, ঘুরতে যাবো, যাবো নানু বাড়ি
কতো মজা হবে তখন নেইতো কমা, দাড়ি।
আম্মু যদি দেয়যে বকা, আব্বু বলবে থাক
দু'টো দিন আমার সাথে উল্টে পাল্টে যাক।
মডেল : উমায়রা
বিষয়: বিবিধ
৯৭৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন