-চল এগিয়ে যাই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ ডিসেম্বর, ২০১৫, ০২:০২:১৭ দুপুর
একাত্তরে যুদ্ধ করে মুক্ত হলো বাংলাদেশ
শত্রু তবু রয়ে গেছে যুদ্ধের তবে হয়নি শেষ।
অন্ন-বস্ত্র, শিক্ষা-চিকিৎসা, বাসস্থান চাই সবার
যুদ্ধ চলুক অধীকারের এগিয়ে চলার নয় দমার।
হিংসা বিদ্বেষ আছে জানি লগী বৈঠার দামামা
পেট্রোল বোমার আবিষ্কারক কোন নরাধম নাই জানা
মৌলবাদের ধূয়া আছে বাড়ছে সন্ত্রাষ কমছেনা
এগিয়ে তবু যাচ্ছে দেশ যদিও মন ভরছেনা।
এগিয়েছি ঢের অনেক ভরেছে নগর অট্টালিকায়
দূর্নীতিতেও সবার সেরা শাসন শোসন গড্ডালিকায়।
ধনী গরীব ব্যবধানে সূচকে নাই ঠিক সমতা
যুদ্ধ চলুক এগিয়ে চলার চাই সবার এই দৃঢ়তা।
বিষয়: বিবিধ
১০২২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন