- শাহীতন্ত্র
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৪:০০:৩০ বিকাল
গণতন্ত্র যায়কি খাওয়া গিলে?
অধিক খেলে আটকায়নাতো দিলে!
মধ্য রাতে আৎকে উঠি শেষে
গণতন্ত্র আছে নাকি, গেছে নিরুদ্দেশে?
উঠতে বসতে ভয়; কখন কি'যে হয়
নিজেকেই তাই প্রশ্ন করি, গণতন্ত্র কারে কয়?
উত্তর কিন্তু সরল! করলে প্রকাশ গরল!
নিরবতায় গণতন্ত্র কঠিন নাকি তরল?
গণতন্ত্র আছে আমার সোনার দেশে
আইয়ুব খানের মৌলিকতন্ত্র উঠে মনে ভেসে।
বলতে চাইছি অনেক কিন্তু পারছি কই
গণতন্ত্র গুলিয়ে রোজ খাচ্ছি শাহী দই।
বিষয়: বিবিধ
৯২১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন