- তারানা গীত

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ ডিসেম্বর, ২০১৫, ০১:১৭:১৫ দুপুর



ফেইসবুক খুলেনা তারানাও বলেনা

খুলবে কখন?

ভালো যে লাগেনা, কিছু ভালো লাগেনা

করি কি এখন!

তারানা ছিলনা, এমনতো ছিলনা

ছিলনা এমন

এখন কেন যে, হয়ে গেছে ফেকাসে

মুখরা যেমন।

তারানার ছলনা, ভালো যে লাগেনা

উচাটন মন

ফেইসবুক খুলেনা, কিছুতো বলেনা

খুলবে কখন?

বিষয়: বিবিধ

১০১৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352532
০৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩২
কাহাফ লিখেছেন : 'সব কিছু খুলে দেয়া হবে' বলে ঘোষণাও কাজ করছে না সাধারণে!
তারানা হালিম আর কীভাবে বলবে তাহলে...???
০৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:১১
292721
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Tongue
352563
০৩ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খুলিবে তারানা! দেখিবেন তা বিনাপয়সায়!
০৩ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
292739
বাকপ্রবাস লিখেছেন : খুলিওনা তারানা
পয়সা নাই দেখিবনা
০৩ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
292742
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পয়সা ছাড়াই তো দেখাবে!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File