- দুষ্টু ছড়া

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ নভেম্বর, ২০১৫, ১২:০১:১৩ দুপুর

তারানা সব খুলে দেবে সময় সুযোগ হলে

পিলে চমকায় দুষ্টুরা সব আন্টি কি’যে বলে!

না না আন্টি আমরা খুশী ফেইসবুকটা দিলে

কি’যে দুষ্টু পোলাপাইন হাসে খিলখিলে।

যদিও আমরা নেইতো বসে বিকল্প পথ আছে

তুমি বরং ঢেকেই রাখো ঘুরবে মাছি পাছে।

শুনছি আবার চিঠি যাবে চলবে নাটক আরো

ফেইসবুক কি তোমার কথায় তথ্য দেবে কারো!


লোক হাসিয়ে কি মজা পাও বয়েসতো কম হয়নি

এখন কি আর আছো তুমি ষোড়শী সেই তন্বী!

ফেইসবুকটা খুলে তবে মন যা চায় করতে পারো

নইলে কিন্তু এমন ছড়া আসেব আরো আরো।

বিষয়: বিবিধ

১১২২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351961
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ১২:০৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ফেসবুকের কারণে আমাদের যুব সমাজ আলসে হয়ে যাচ্ছে, এদের কর্মহীন থাকার কোন সুযোগ নেই!
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১১
292196
বাকপ্রবাস লিখেছেন : প্রযুক্তিকে এড়িয়ে চলার সুযোগ নেই,পারাও যাবেনা, তাই পোলাপাইনকে কন্ট্রোলেও রাখতে হবে এবং সুযোগও দিতে হবে
351966
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যথন পাকিস্তান আন্দোলন নিয়ে পাকিস্তানপন্থি ও ভারতিয় জাতিয়তাবাদি মুসলিম দের মধ্যে ত্রিব্র বিরোধ চলছে। তখন কংগ্রেস পন্থি সাংবাদিক মাওলানা আহমদ আলি একবার লিখলেন যে "আমরা যে মুসুলমান তা কি লুঙ্গি তুলিয়া প্রমান করিতে হইবে"। জবাবে দৈনিক আযাদ এ লিখা হলো "বৃদ্ধ বয়সে লুঙ্গি তুলিলে যে বিভৎস দৃশ্য দেখা যাইবে আমরা তা দেখিতে প্রস্তত নহি"।
সিরাজুর রহমান এর "এক জিবন এক ইতিহাস" থেকে নেওয়া। কেউ ভুলে বৃদ্ধর স্থলে বৃদ্ধা পড়লে আমি দায়ি নই!
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ০২:০১
292205
বাকপ্রবাস লিখেছেন : দুষ্টু ছড়ার দুষ্টু কমেন্ট
352017
২৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২২
মাহমুদ নাইস লিখেছেন : ফেসবুক ছাড়া দিন যায় না এমন!
৩০ নভেম্বর ২০১৫ রাত ০৩:৫১
292321
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying
352363
০২ ডিসেম্বর ২০১৫ সকাল ০৫:০৪
বৃত্তের বাইরে লিখেছেন : দুষ্টু পোলা Tongueসামনে স্কুল ফাইনাল, এসএসসি পরীক্ষা তাই জাতির কল্যাণে বন্ধ রাখা হয়েছে। Yawn Rolling Eyes Straight Face
০৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৭
292696
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File