- দুষ্টু ছড়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ নভেম্বর, ২০১৫, ১২:০১:১৩ দুপুর
তারানা সব খুলে দেবে সময় সুযোগ হলে
পিলে চমকায় দুষ্টুরা সব আন্টি কি’যে বলে!
না না আন্টি আমরা খুশী ফেইসবুকটা দিলে
কি’যে দুষ্টু পোলাপাইন হাসে খিলখিলে।
যদিও আমরা নেইতো বসে বিকল্প পথ আছে
তুমি বরং ঢেকেই রাখো ঘুরবে মাছি পাছে।
শুনছি আবার চিঠি যাবে চলবে নাটক আরো
ফেইসবুক কি তোমার কথায় তথ্য দেবে কারো!
লোক হাসিয়ে কি মজা পাও বয়েসতো কম হয়নি
এখন কি আর আছো তুমি ষোড়শী সেই তন্বী!
ফেইসবুকটা খুলে তবে মন যা চায় করতে পারো
নইলে কিন্তু এমন ছড়া আসেব আরো আরো।
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ৮ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
সিরাজুর রহমান এর "এক জিবন এক ইতিহাস" থেকে নেওয়া। কেউ ভুলে বৃদ্ধর স্থলে বৃদ্ধা পড়লে আমি দায়ি নই!
মন্তব্য করতে লগইন করুন