- দু:খিত পরিমল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ নভেম্বর, ২০১৫, ০৯:৩৫:৩০ রাত
দু:খিত পরিমল কিছু করা গেলনা
গোপালের মাল তুমি আদালত খেলনা।
কোথাকার মাল তুমি মুখ ফোটে বলনি?
লজ্বায় মুখ ঢেকে ছিলে নাকি এমনি !
ছিলনা বুঝি কেউ চাচা মামা দাদা
ইশারায় হয়ে যেতো তুমি কিন্তু সাদা।
মিছেমিছি অভিযোগ দুষ্টু ছাত্রীটা
পয়সা নাকি দিয়েছিলে কিনে খেতে বড়িটা।
কত কি হয়ে যায় আজব এই দেশটা
তোমারও হয়ে যেতো করোনিতো চেষ্টা।
দু:খিত পরিমল কিছু করা গেলনা
যাবজ্জীবন হয়ে যাবে সেটা জানা ছেলনা।
বিষয়: বিবিধ
১৩৪৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন