- বৃষ্টির ছড়া

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ নভেম্বর, ২০১৫, ০৩:৫৯:০৪ দুপুর

বৃষ্টিতে ডুবে গেছে পথঘাট পানিতে

থেমে গেছে চলাচল রিক্সা বা গাড়িতে

সারাদিন টিপটিপ ঝুমঝুম লাগাতার

দেখা তাই হলোনা সেলিম আর সুজাতার।

খিচুড়ির ঘ্রাণ এলো গিন্নী রাধছিল

অপিষে আজ যাবেনা কর্তা ভাবছিল

টুম্পাও ঢেলে দিল খেলনার ঝাপিটা

সারাদিন ফিসফিস মোবাইলে আপিটা।


জানলার পাশদিয়ে ঝুলে থাকা তারটায়

কা বলে উড়ে এসে বসলনা কাকটায়

দুধওয়ালার ছুটি নেই নেড়ে দিল কড়াটা

আমিও বসে বসে লিখে নিলাম ছড়াটা।

বিষয়: বিবিধ

১৩৬৮ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351436
২৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:০৩
আফরা লিখেছেন : বৃষ্টির দিনে তো তাহলে ভালই মজা !!
২৬ নভেম্বর ২০১৫ দুপুর ০১:০৯
291872
বাকপ্রবাস লিখেছেন : তাইতো মনে লয়
351437
২৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:১৬
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আসসালামু আলাইকুম ভাই। আমাকে চিনতে পেরেছেন? আমি চিলড্রেন্স ভয়েস এর সাথে জড়িত। খুব ভালো লাগল আপনার ছড়া। ফেসবুক বন্ধ তাই আপনার লেখা পাচ্ছিলাম না বেশ কয়েকদিন। শুভকামনা রইল।
২৬ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১০
291873
বাকপ্রবাস লিখেছেন : ওয়াইলাইকুম আসসালাম ভাইযান, আসলে কম লিখা হয় তা কম দেখা হয়
২৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
291914
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমি "অল এ্যাবাইট দ্য চিলড্রেন" এর কথা বলতে চেয়েছিলাম।
২৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৮
291915
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমি "অল এ্যাবাউট দ্য চিলড্রেন" এর কথা বলতে চেয়েছিলাম।
২৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
291917
বাকপ্রবাস লিখেছেন : হুম অলএবাউটে একসময় খুব একটিভ ছিলাম, মানজুর ভাই টু মাচ স্নেহ করেন, এখন সময় দিতে পারিনা, আপনাকে হয়তো খেয়াল করা হয়নি, এবার থেকে চশমা মুছে খেয়াল করব হা হা হা
২৮ নভেম্বর ২০১৫ সকাল ১০:১৬
292061
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : হ্যাঁ, মসজুর ভাই খুব ভালো মানুষ, শিশু অন্ত প্রাণ।
ইদানিং ফেসবুক বন্ধ থাকায় এই গ্রুপের কাজকর্মও স্তিমিত হয়ে গেছে।
351441
২৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:২৯
হতভাগা লিখেছেন : শীতের সময়ে বৃষ্টির ছড়া !? পুরাই মাথা নষ্ট !
২৬ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১১
291874
বাকপ্রবাস লিখেছেন : বৃষ্টি দিয়েই মধ্যপ্রাচ্যে শীত আসে, প্রচুর গাড়ি রাস্তায় ডুবে গেছে
351446
২৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:০৭
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : হতভাগা লিখেছেন : শীতের সময়ে বৃষ্টির ছড়া !? পুরাই মাথা নষ্ট ! Big Grin
তবে ছড়া বেশ সুন্দর হয়েছে । Thumbs Up
২৬ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১১
291875
বাকপ্রবাস লিখেছেন : হ, তাইতো দেখলাম
351458
২৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৬
আবু জারীর লিখেছেন : রিয়াদেও গতকাল থেকে বৃষ্টি হচ্ছে।
২৬ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১২
291876
বাকপ্রবাস লিখেছেন : হুম, সউদি আরবে প্রতি বছর খুব ক্ষয় ক্ষতি হয় বৃষ্টিতে, বিশেষ করে গাড়ি ভাসে পানিতে, দোকানপাটে ঢুকে যায় পানি
351467
২৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৬ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১২
291877
বাকপ্রবাস লিখেছেন : এবং আপনাকেও
351500
২৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:২৯
শেখের পোলা লিখেছেন : খিচুড়ীর ঘ্রাণ যেন ছড়াতেও রয়েছে,
মনে হয় খিচুড়ীটা ফাটাফাটি হয়েছে৷
২৬ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১২
291878
বাকপ্রবাস লিখেছেন : খুব করে রইল ধন্যবাদ
351506
২৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওই দেশে বৃষ্টি হয়?
২৬ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১৩
291879
বাকপ্রবাস লিখেছেন : বৃষ্টি দিয়ে শীত আসে বৃষ্টি দিয়ে শীত যায়, তিনচার দিন স্থায়ী হয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File