- বৃষ্টির ছড়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ নভেম্বর, ২০১৫, ০৩:৫৯:০৪ দুপুর
বৃষ্টিতে ডুবে গেছে পথঘাট পানিতে
থেমে গেছে চলাচল রিক্সা বা গাড়িতে
সারাদিন টিপটিপ ঝুমঝুম লাগাতার
দেখা তাই হলোনা সেলিম আর সুজাতার।
খিচুড়ির ঘ্রাণ এলো গিন্নী রাধছিল
অপিষে আজ যাবেনা কর্তা ভাবছিল
টুম্পাও ঢেলে দিল খেলনার ঝাপিটা
সারাদিন ফিসফিস মোবাইলে আপিটা।
জানলার পাশদিয়ে ঝুলে থাকা তারটায়
কা বলে উড়ে এসে বসলনা কাকটায়
দুধওয়ালার ছুটি নেই নেড়ে দিল কড়াটা
আমিও বসে বসে লিখে নিলাম ছড়াটা।
বিষয়: বিবিধ
১৩৬৮ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইদানিং ফেসবুক বন্ধ থাকায় এই গ্রুপের কাজকর্মও স্তিমিত হয়ে গেছে।
তবে ছড়া বেশ সুন্দর হয়েছে ।
মনে হয় খিচুড়ীটা ফাটাফাটি হয়েছে৷
মন্তব্য করতে লগইন করুন