রঙ্গীপাড়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ নভেম্বর, ২০১৫, ০৬:৩২:০৮ সন্ধ্যা
পাত্রপক্ষ প্রস্তাব পাঠায় রঙ্গী পাড়ায় উল্টাটা
ফেরত এলে সেই প্রস্তাব কন্যা রেগে হয় চটা।
কার এমন বুকের পাটা ছুটে সবাই দিকবিদিক
ধরেবেঁধে কাজী এনে কবুল হলেই সবই ঠিক।
ধূমসাকা ধূমসাকা হিন্দি গানে নাচের তাল
কি আনন্দ রঙ্গী পাড়ায় খাচ্ছে সবাই পুরে গাল।
এমনই সব আজব কান্ড ঘটে চলে রঙ্গীতে
নাই কোন আইন আদালত চলে নিজ ভঙ্গিতে।
বিষয়: বিবিধ
৮১০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশ ভরেছে জঙ্গীতে
পাগল-ছাগল সঙ্গীতে
কার প্রস্তাবে কে বা জানে..
বিয়া করতে পারুমনা
মন্তব্য করতে লগইন করুন