রাখে আল্লাহ মারে কে!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ নভেম্বর, ২০১৫, ০২:৩৬:৫৩ দুপুর
দুটো ইঁদুর আধমরা আর খুঁড়িয়ে পা হাঁটছিল
পোষা বিড়াল লেজটা ধরে টেনে আবার ছাড়ছিল।
দু’হাত দূরে গিয়ে বিড়াল আসছে তেড়ে হুংকারে
ভাব দেখাল বনের রাজা রয়েল বেঙ্গল টাইগারে।
সাধ্য যখন নাইযে আর পালিয়ে যাবে ভো-দৌড়ে
যায়না ইঁদুর শুয়ে আছে যাবেই যখন উদরে।
প্রাণ ভিক্ষা চাইতে পারো নাইযে সময় খুবই কম
নেড়েচেড়ে দেখে বিড়াল আছে নাকি গেছে দম।
জীবন মরন তার হাতে যার কপালে যা লেখা
এড়িয়ে যাবে সাধ্য কার দিতেই হবে তার দেখা।
এমন সময় পাড়ার কুকুর যাচ্ছিল সেই পথ ধরে
সেকি! তাড়া খেল বিড়াল একটু হলেই যায় মরে।
বিষয়: বিবিধ
৮৯৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন