- হামাগুড়ি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ নভেম্বর, ২০১৫, ০৮:০১:০৭ রাত
শুয়ে থেকে কাজ নেই হামাগুড়ি দিচ্ছি
ধর দেখি আমাকে শোন এই পিচ্চি।
চুপ করে বসে থাকি খাটের নিচে কোনটায়
মা এলে বলে দিও নিয়ে গেছে চোরটাই।
শোরগোল পড়ে যাক হয়ে যাক হৈচৈ
খাটেইতো শুয়েছিল দেখছিনা গেল কই?
কতোকি ভেবে মনে অবশেষে ধাপ্পাস
টুম্পামনি পড়ে গিয়ে অন্ধকার চাপ্পাশ।
বিষয়: বিবিধ
১০৫৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এত দিন উমামাকে টুম্পামনি বলতেন ভাইয়া । উমায়রাকে কি অন্য কিছু বলা যায় না ,উমামা রাগ করবে তো ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন