- একটা ছড়া

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ নভেম্বর, ২০১৫, ০৪:৪১:২৭ বিকাল

মাইক্রোসফট একসিস আর রান্না এই দুটোর মাঝে কোন সম্পর্ক নেই, তবে এই দু’টো ঘাটতে গিয়ে আজ অনেকদিন যাবৎ ছড়া লিখা হয়না।


একটা ছড়া লিখতে মন চাইছে

থাকবে পাখী গাছের ডালে গাইছে।

একটা নদী পাহাড় থেকে নেমে

চলতে চলতে যাবেনা আর থেমে।

একটা গ্রাম আর হাটবাজার

নেই ডর ভয়হুংকার রাজার।

টিনের চালার বাড়ির পাশেই দালান

একই পথে সাধ্য যার রিকশা কার চালান।


একটা ছড়া লিখতে চাইছে মন

চারপাশে থাকেন যারা আছেন আপনজন।

সোলায়মানের বউ দুধ দিয়ে যায় ভোরে

পাশের বাড়ীর সারেগামাপা হাঁকে আরো জোরে।

মসজিদের ঐ বারান্দায় খোকাখোকির দল

আলিফ বা তা সা জিম হা খা পড়ছে অনর্গল।

সেকান্দরের মুদি দোকান বাকী খাতার পাতা

চুকিয়ে দিয়ে আব্দুল হাকিম খুলেন টিপ ছাতা।


যায় গ্রীষ্ম আসে বর্ষা শরৎ হেমন্ত

একটা ছড়া লেখতে গিয়ে হয়না তেমনতো।

যে ছড়াতে সবার কথা থাকবে ছন্দ দোলায়

লিখতে গিয়ে বুঝলাম তবে নাইতো কিছু ঝোলায়।

বিষয়: বিবিধ

১০৬৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348243
০২ নভেম্বর ২০১৫ রাত ০৮:০৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ঝোলায় যা আছে- দিবেন তো তাই,
না থাকলে না দিবেন- কোন দুঃখ নাই
এবারের বইমেলায় বই একখান চাই!!!
০২ নভেম্বর ২০১৫ রাত ০৯:১১
289100
বাকপ্রবাস লিখেছেন : আমার বই পড়তে লাগে মজা
প্রাইমারীতে ছিলাম যখন ছাত্র
তখন কিন্তু মনে হতো বোঝা
এখন আমি ডাঙ্গর মহা পাত্র
348244
০২ নভেম্বর ২০১৫ রাত ০৮:০৬
শেখের পোলা লিখেছেন : অনেক কিছুই ঝোলায় আছে,
বার হয় তার কিছু৷
বাকীগুলো বার না করে,
ছোটেন কাহার পিছু?
০২ নভেম্বর ২০১৫ রাত ০৯:১৪
289101
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
্যাহার পিছু ছুটি
বোঝেনা সে বোঝেনা
অন্য কোথাও ঝুটি
আমারেতো খুঁজেনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File