- আমরা যদি না জাগি “মা,...”
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ অক্টোবর, ২০১৫, ০২:২১:২৯ দুপুর
দুষ্টু ছেলের দল করছে কোলাহল
দুষ্টমিতেই মেতে উঠে হচ্ছে হল দখল।
দুষ্টু ছেলের মা তাকিয়ে থাকে হা!
একটু আধটু দুষ্টুমিতে কিছুই হবেনা।
দুষ্টু ছেলের ত্রাস বাড়ছে যে সন্ত্রাস
দুষ্টুমিতেই হচ্ছে রোজ গুম খুনের চাষ।
দুষ্টু ছেলের মা মানতে চা’চ্ছেনা
নিন্দুকেরা নিন্দে করার বিষয় পাচ্ছেনা।
দুষ্টু ছেলর দেশ আহা বেশ বেশ
যেমন স্বাদের গুড় তার তেমনই সন্দেষ।
দুষ্টু ছেলের মা গাইছে সারেগা
এমন ছেলে মাহাদেশে খুঁজে পাবেনা।
আহা বেশ বেশ দুষ্টু ছেলের দেশ
দুষ্টু মায়ের দুষ্টু ছেলে যাচ্ছে কেটে বেশ।
তাকিয়ে দেখ সবে, কি আর তেমন হবে
দুষ্টুমিটা সয়ে গেলে দিন ফুরাবে তবে।
বিষয়: বিবিধ
১০১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুষ্ট + আমি = দুষ্টামি )
দুষ্ট + তুমি = দুষ্টুমি )
মন্তব্য করতে লগইন করুন