- শিশুরা ছোট তাই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ অক্টোবর, ২০১৫, ০৫:৩৭:৩৮ বিকাল
শিশুরা ছোট তাই তুলতুলে গাল
মাথা খায় ঘোরপাক মুখে দিলে ঝাল।
মিষ্টিটা ঠিক আছে খেতে চায় আরো
তিতা হলে ওয়াক করে, মারো ছুড়ে মারো ।
শিশুরা ছোট তাই প্রশ্ন হাজার
গল্পটা শুনতে চায় রানী আর রাজার।
পড়ালিখায় নেই মন খেলনা চায় আরো
বই খাতা ছিড়ে ছিড়ে মারো ছুড়ে মারো।।
শিশুরা ছোট তাই ধরে রোজ বায়না
এটা চাই ওটা চাই, না পেলে খায়না।
কেঁদেকেটে হয়রান কাঁদে আরো আরো
হাতের কাছে মিলে যাহা মারো ছুড়ে মারো।
শিশুরা ছোট তাই কতো কথা বলে
বড়রা না বুঝে দেয় কান মলে।
যতই বলো “না” তবু করে আরো আরো
কাঁচা আম মারো ঢিল মারো ছুড়ে মারো।
বিষয়: বিবিধ
১০৪৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছোট্টশিশুর কথা- সেটাই বোঝেনা-
কাণমলা তো বড়দেরই খাওয়া উচিত!!
তায় = তাই
পুলিশ তোমার কি করিবে তা জাননো?
যদি সে ভয় দেখায় আসে আবার তেড়ে
মন্তব্য করতে লগইন করুন