- সেই ছেলেটা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ অক্টোবর, ২০১৫, ০৬:০২:৫৮ সন্ধ্যা
ছেলেটা ছিল যখন ন্যাংটা
ভেবেছিলাম কিছু একটা হবে
গুগুলটা গোল নাকি চ্যাপ্টা
গবেষণায় মেতেছিল তবে।
দিন রাত ভাবে আর ভাবে
গুগুলটা ঝাল নাকি টক
পেলে সে ঘাড় ধরে খাবে
বশে বশে আঁকে সেই ছক।
অবশেষে হয়েছিল তায়
ছেলেটা হলো অনেক গুণি
আশেপাশে চুরি গেলে হায়
ছেলেটার নামই কেবল শুনি!
বিষয়: বিবিধ
১০২২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন