- খান বাবু খান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ অক্টোবর, ২০১৫, ১১:৫৮:১২ সকাল
খান বাবু সব খান
ঘুষ পেলে হুশ খান
হুশ এলে ঘুষ খান
রেগে গেলে ফোঁস খান
দেয়ালে মাথা, ঠুশ খান।
খিদে পেলে ঢুশ খান
ভরা পেটে জুস খান
পানে খয়ের চুন খান
গুনে গুনে নুন খান
নুন খেলে গুন গান।
মাঝে মাঝে গুম খান
লেপে মোড়ে ওম খান
শনি রবি সোম খান
মঙ্গলে অপিষ যান
গিয়ে বসের ঝাড়ি খান।
গোলেমালে ঘোল খান
বাসে ঝুলে দোল খান
মাছ রেখে ঝোল খান
খেতে গালে টোল খান
বউ বকে, তাও খান।
খান বাবু সব খান
খেতে খেতে যায় প্রাণ
ঢেকুর তুলে হেচকি খান
বলে তবু আন আন
মাগনা পেলে থাকনা খান।
বিষয়: বিবিধ
৯৮৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হয়ে যাবে খান খান
খানা পেলে খেতে চান
আচ্ছা করে লাচ্ছা খান
তারপর করে চান
জৈষ্ঠে আমের আচার খান
বর্ষাকালে আছাড় খান
বাকপ্রবাসের কলম খান-
ওহ্ হো, স্যরি! তফাত যান!!
মন্তব্য করতে লগইন করুন