- খান বাবু খান

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ অক্টোবর, ২০১৫, ১১:৫৮:১২ সকাল

খান বাবু সব খান

ঘুষ পেলে হুশ খান

হুশ এলে ঘুষ খান

রেগে গেলে ফোঁস খান

দেয়ালে মাথা, ঠুশ খান।

খিদে পেলে ঢুশ খান

ভরা পেটে জুস খান

পানে খয়ের চুন খান

গুনে গুনে নুন খান

নুন খেলে গুন গান।


মাঝে মাঝে গুম খান

লেপে মোড়ে ওম খান

শনি রবি সোম খান

মঙ্গলে অপিষ যান

গিয়ে বসের ঝাড়ি খান।

গোলেমালে ঘোল খান

বাসে ঝুলে দোল খান

মাছ রেখে ঝোল খান

খেতে গালে টোল খান

বউ বকে, তাও খান।


খান বাবু সব খান

খেতে খেতে যায় প্রাণ

ঢেকুর তুলে হেচকি খান

বলে তবু আন আন

মাগনা পেলে থাকনা খান।

বিষয়: বিবিধ

৯৮৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346322
১৯ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সব কিছু খাইতে খাইতে কখন না নিজেকেই খেয়ে ফেলে!!
১৯ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
287462
বাকপ্রবাস লিখেছেন : হ, হেইডাই ভাবতাছি
346325
১৯ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৬
হতভাগা লিখেছেন : এত খেতে গেলে খান

হয়ে যাবে খান খান
১৯ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
287461
বাকপ্রবাস লিখেছেন : বুঝেনা সে মিষ্টার খান
খানা পেলে খেতে চান
১৯ অক্টোবর ২০১৫ রাত ০৮:৪৭
287482
হতভাগা লিখেছেন : খাবার শেষ পান খান

আচ্ছা করে লাচ্ছা খান

১৯ অক্টোবর ২০১৫ রাত ০৯:৪৪
287497
বাকপ্রবাস লিখেছেন : কাচ্চা রস গোল্লা খান
তারপর করে চান
346369
১৯ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

জৈষ্ঠে আমের আচার খান
বর্ষাকালে আছাড় খান
বাকপ্রবাসের কলম খান-
ওহ্ হো, স্যরি! তফাত যান!!
১৯ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৫
287460
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File