না না চাইনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ অক্টোবর, ২০১৫, ০৬:৩৭:২৪ সন্ধ্যা
না না চাইনা যেতে চাইনা সোনার মদীনা
এমন সুন্দর চালাচ্ছে দেশ বুবু হাসিনা।
যে দেশে গুম হলে থাকেনা খবর
ভেসে গেলে লাশের বহর লাগেনা কবর।
না না চাইনা খেতে চাইনা গণতন্ত্রের বুলি
বাকশালেই খাচ্ছি ভালো ক্ষমতা গুলি।
যে দেশে বিরোধী দল সরকারের অংশ
সে সব কথা বলতে চাইলে হবেন নির্বংশ।
না না চাইনা বলতে চাইনা নীতি কথা আর
সত্য কথা বলবে আবার সাধ্য আছে কার!
টকশো’তে বলছে যারা রাত্ত্বিরী জেগে
ময়না পাখি ছাড়ে বুলি আগেই যদি শেখে।
না না চাইনা যেতে চাইনা সোনার মদীনা
এমন সুন্দর চালাচ্ছে দেশ বুবু হাসিনা।
না না চাইনা গাইতে চাইনা এমন মধুর গান
মরার আগে মরতে চাইনা থাকতে এই প্রাণ।
( বি.দ্র. না না চাইনা ............লম্বা উর্বশী
সাদামাটা কেউ হলে আমি তাতেই খুশী।
.........................................................নচিকেতা)
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উর্বশি খুজেন কেন আবার। খবর দিমু???????????
তবে সুন্দর হইছে
মন্তব্য করতে লগইন করুন