না না চাইনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ অক্টোবর, ২০১৫, ০৬:৩৭:২৪ সন্ধ্যা

না না চাইনা যেতে চাইনা সোনার মদীনা

এমন সুন্দর চালাচ্ছে দেশ বুবু হাসিনা।

যে দেশে গুম হলে থাকেনা খবর

ভেসে গেলে লাশের বহর লাগেনা কবর।

না না চাইনা খেতে চাইনা গণতন্ত্রের বুলি

বাকশালেই খাচ্ছি ভালো ক্ষমতা গুলি।

যে দেশে বিরোধী দল সরকারের অংশ

সে সব কথা বলতে চাইলে হবেন নির্বংশ।


না না চাইনা বলতে চাইনা নীতি কথা আর

সত্য কথা বলবে আবার সাধ্য আছে কার!

টকশো’তে বলছে যারা রাত্ত্বিরী জেগে

ময়না পাখি ছাড়ে বুলি আগেই যদি শেখে।

না না চাইনা যেতে চাইনা সোনার মদীনা

এমন সুন্দর চালাচ্ছে দেশ বুবু হাসিনা।

না না চাইনা গাইতে চাইনা এমন মধুর গান

মরার আগে মরতে চাইনা থাকতে এই প্রাণ।


( বি.দ্র. না না চাইনা ............লম্বা উর্বশী

সাদামাটা কেউ হলে আমি তাতেই খুশী।

.........................................................নচিকেতা)

বিষয়: বিবিধ

১২৪৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345449
১২ অক্টোবর ২০১৫ রাত ১১:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চুপ!! ২০০ কোটির পুরুস্কার আছে।

উর্বশি খুজেন কেন আবার। খবর দিমু???????????
১৩ অক্টোবর ২০১৫ সকাল ১১:১৯
286636
বাকপ্রবাস লিখেছেন : হে ডরে ফেবুতে দিইনাই Tongue
345456
১২ অক্টোবর ২০১৫ রাত ১১:৩১
রক্তলাল লিখেছেন : মহিলা অলি রে নিয়া মশকারী?
তবে সুন্দর হইছে Happy
১৩ অক্টোবর ২০১৫ সকাল ১১:১৯
286637
বাকপ্রবাস লিখেছেন : বুবুরে ভালো পাই তাই মজা করে যাই
345466
১৩ অক্টোবর ২০১৫ রাত ০৩:২৩
আব্দুল গাফফার লিখেছেন : জটিল ম্যান Applause Applause Thumbs Up Thumbs Up
১৩ অক্টোবর ২০১৫ সকাল ১১:২০
286638
বাকপ্রবাস লিখেছেন : থ্যাংক্স ম্যান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File