- পুতুল বিয়ে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ অক্টোবর, ২০১৫, ০৪:২৪:০৪ বিকাল
টুম্পামনির বিয়ে
টুকটুকে লাল শাড়ী
ঘোমটা মাথায় দিয়ে
যাবে শ্বশুর বাড়ী।
বর আসবে কবে!
পালকির দেখা নাই
টুম্পা রাগলে তবে
পুড়ে হবে ছাঁই।
সাঁজতে গিয়ে বর
সুষ্মিতার ভয়
করছিল তার ডর
কনে কেমন হয়!
ঘটক শাহানা
মুখ টিপে হাসে
যৌতুকের বাহানা
করতে গিয়ে কাশে।
লাগল বাড়াবাড়ি
টুম্পা গেল রেগে
সাঙ্গ বিয়েবাড়ী
বর গেল ভেগে।
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন